শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

প্লেন বায়ুতে ভর দিয়ে ভেসে থাকতে পারে। ধরা যাক, সমান আকারের দুই টুকরো কাগজ। এক টুকরো দলা করে আর আরেক টুকরো এমনি ছেড়ে দেওয়া হলো।তাহলে কোনটা আগে মাটিতে পড়বে? দলা না পাকানো কাগজের টুকরো টি। কারণ, দুটোর ওজন সমান হলেও ওটার আকার বেশি বড়। আর তাই বায়ুর চাপও ওটার ওপর বেশি কাজ করেছে। ঠিক এভাবেই প্লেন আকাশে ভেসে থাকতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ