শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

আলোর পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলনের দরুন উত্তপ্ত মেরু অঞ্চলে বা শীতপ্রধান মেরু অঞ্চলে এক ধরনের দৃষ্টিভ্রম ঘটে যা মরিচীকা নামে পরিচিত ।মরুভুমিতে সূর্যের প্রচন্ড তাপে ভূমি সংলগ্ন বায়ু খুব তাডাতাডি উত্তপ্ত হয় । তাপমাত্রা বেশী হওয়ায় বালি সংলগ্ন বায়ু হালকা হয় ।ফলে ভূপৃষ্ট হতে যত উপরে যাওয়া যায় বায়ুর ঘনত্ব তত বাডতে থাকে । ফলে দুরে কোন গাছ থেকে যখন আলোক রশ্মি পথিকের চোখে এসে পডে তখন তা ঘনতর মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করে । ফলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দুরে সরে যায় । এভাবে দুরে দুরে সরতে সরতে এক সময় আপতন কোণ সংকট কোণ এর চেয়ে বড হয় ।এসময় আলোক রশ্মির পুর্ণ অভ্যান্তরীন প্রতিফলন হয় এবং আলোক রশ্মি উপরে উঠে বাকা পথে পথিকের চোখে পৌছে যা পিছন দিকে বাডালে ঐ অবস্থানে গাছটির উল্টো প্রতিবিম্ব দেখাবে । কিন্তু পথিকের চোখে আলোর এ ঘটনা ধরা পডেনা বরং তার কাছে মনে হয় কাছে কোথাও জলাশয় আছে এবং তা থেকে প্রতিফলিত হচ্ছে । পথিকের কাছে এ দুরত্ব সবসময় সমান মনে হয় । একে মরিচীকা বলে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ