nbc

Call

সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য দিগন্তরেখার কাছে থাকে । ফলে সূর্যরশ্মি পুরু বায়ুস্তর ভেদ করে আমাদের চোখে আসে ।আর এসময় বেগুণী,নীল ও আসমানি আলোর বিক্ষেপন বেশী হওয়ায় তা আমাদের চোখে পৌছে না । কিন্তু লাল আলোর বিক্ষেপন কম হওয়ায় তা বায়ুস্তর ভেদ করে আমাদের চোখে পৌছায় । ফলে সূর্যদয় ও সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ