শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

সবচেয়ে ছোট পাখির নাম ‘বি হামিংবার্ড’। মানে মৌমাছি হামিংবার্ড আর কি! এই পাখিগুলো এতই ছোট যে এগুলোকে দেখলে তোমার মৌমাছি ভেবে ভুলই হবে। আর তাই এমন নাম। আর ভুল হবেই-বা না কেন? ওদের দৈর্ঘ্য সাকুল্যে ৫ সেন্টিমিটার।বি হামিংবার্ড মাথা আর লেজসুদ্ধ এই অতটুকুই! আর ওদের ওজন হয় মাত্র ১.৮ গ্রাম। মেয়ে বি হামিংবার্ডের চেয়ে কিন্তু ছেলে বী হামিংবার্ড আরও ছোট হয়।পৃথিবীর সবচেয়ে ছোট এই পাখিরা কোথায় থাকে? ওরা থাকে ফিদেল ক্যাস্ত্রোর দেশ কিউবাতে। ওদের গায়ের রং হয় মূলত সবুজ, লাল আর সাদা। আর মেয়েদের গায়ে সাদা ছোপ ছোপ দাগও থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ