আসসালামু আলাইকুম। আমি ক্লাস ৬ থেকেই কান এর সমস্যার ভুগতেছি।হঠাৎ কান দিয়ে পাই পড়ে,২/১ মাসের মতো স্থায়ী হয়,তারপর ভালো হয়ে যায়,,,আজকে ৩;৪ বছর এমন ই হচ্ছে।গত বছর ওএমন হয়েছিল,আমি কিছু মেডিসিন নিয়েছিলাম,, তো ৬ মাসের মত ভালোই ছিলাম,এখন আজকে ২ দিন আবার শুরু হইছে,দিনে পানি পড়ে না,কিন্তু রাতে ঘুমাবার সময় পানি আসে।কি করা উচিত আমার??ডক্টর বলেছিল এটা স্বাভাবিক, ভয়ের কিছু নেই,,,তাহলে বারবার হচ্ছে কেন?


শেয়ার করুন বন্ধুর সাথে