ইমার্জেন্সি পিল সেবন করলে রেগুলার পিরিয়ড এর সময় পিরিয়ড না হয়ে পিল সেবনের ৩-৭ দিনের মধ্যে পিরিয়ড হয়ে থাকে। আগের পিরিয়ডের সময় পিরিয়ড না হয়ে পিল সেবনের পর যে সময় পিরিয়ড হবে  সেই সময় কে পিরিয়ড এর সময় হিসাবে গননা করতে হবে।  বার বার এভাবে পিরিয়ড হওয়াকে অনিয়মিত পিরিয়ড বলে এটা পিল এর সাইড ইফেক্ট এর জন্য হচ্ছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করতে হবে তাহলে এর সমাধান হবে। 


এছাড়াও বিস্তারিত জানতে সরাসরী চিকিৎসকের পরামর্শ নিন বা বিস্ময় থেকে ভিডিও কলের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকের সেবা নিন।

এই সাইড ইফেক্ট কি শুধু পিল খাওয়া মাসের জন্যই?

হ্যা পিল সেবনের জন্যে । কিন্তু যেই সিস্টেম এ হচ্ছে সেটা অস্বাভাবিক তাই চিকিৎসা নিয়ে মেডিসিন সেবন করুন।

এই সাইড ইফেক্ট কতদিন স্থায়ী থাকে স্যার? মানে মেডিসিন না নিলে কোনো সমস্যা হবে?

এই সমস্যা সমাধান হওয়ার জন্য মেডিসিন সেবন করা লাগবে। না হলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। এবং অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। সাইড ইফেক্ট কত থাকবে তা বলা সম্ভব নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ