SHS

Call

বিভক্তি : বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়, সেগুলোকে বিভক্তি বলে।যেমন : -এ ,-তে, -য় ,-য়ে , -কে, -রে, -র ,-এর ,-য়ের ইত্যাদি । বাক্যের বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে এগুলো ব্যবহৃত হয়।যেমন : লোকে কি না বলে ! - এই বাক্যে 'লোক' শব্দের সঙ্গে জুড়ে আছে '-এ' বিভক্তি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ