কুকুর আছড়ে দিলে যদি চামড়া ছুলে যায় বা স্কীন এ ক্ষত হয় বা র‍্যাস বের হয় বা দাগ তাহলে আপনাকে জলাতঙ্ক এর ভ্যাক্সিন নিতে হবে। আর যদি চামড়া ছুলে না যায় বা স্কীন এ ক্ষত না হয় বা র‍্যাস বের না হয় বা দাগ না হয় তাহলে চিন্তার কোন কারণ নেই বা ভয়ের কিছু নেই। আর আপনি যদি বুঝতে না পারেন তাহলে চিকিৎসক এর কাছে যান তিনি আপনার উক্ত স্থান দেখে আপনাকে পরামর্শ দিবেন। বা বিস্ময় থেকে টেলিমেডিসিন সেবা নিতে পারেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ