nbc

Call

তামার মুদ্রাকে দীর্ঘদিন ধরে আর্দ্র বায়ুতে ফেলে রাখলে তামার উপর প্রথমে অক্সাইড ও সালফাইডের বাদামি রঙের আস্তরণ পড়ে এবং ঐ আস্তরণ ক্রমে সবুজ রঙের ক্ষারীয় কপার সালফেট [CuSO4, 3Cu(OH)2] -এ পরিণত হয় ফলে তামার মুদ্রাটি সবুজ বর্ণ ধারণ করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ