আমি একটি দুই মাস বয়সি বিড়ালের বাচ্চা নিয়ে আসি একদিন খাওয়ানোর সময় বিড়ালের বাচ্চাটি আমার হাতে দুই নখ দিয়ে হাচর দেয় এবং এর ফলে রক্ত বেরিয়ে আসে পরে আমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে টিটি টিকা নিতে বলে এখন আমার প্রশ্ন হচ্ছে শুধু টিটি টিকা নিলেই কি এটা থেকে বাঁচা যাবে আমার হাতের ঘা শুকিয়ে গেছে কিন্তু এখনো ওই জায়গায় খচখচ করে ভবিষ্যতে কি বড় ইনফেকশন হতে পারে? আর টিটি টিকা নিতে নিতে ২৪ ঘন্টার চেয়ে দুই ঘন্টা বেশি অর্থাৎ ২৬ ঘণ্টা পর নিয়েছি এতেও কোন কি অসুবিধা আছে?? অসুবিধা থাকলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে??


শেয়ার করুন বন্ধুর সাথে