শেয়ার করুন বন্ধুর সাথে

মাসবাউর ক্রিয়া হলো একটি নিউক্লিয়াসের শক্তিস্তর সমূহের ক্ষুদ্র পরিবর্তন পর্যালোচনা করার সবচেয়ে উত্তম পদ্ধতি, শক্তিস্তরসমন্বয় অতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে এক বিশেষ কারণে প্রতিক্ষেপবিহীন বিকিরণ ঘটেছে এবং এ কারণে ফোটনের শক্তি বৃদ্ধি না করেই সেটির শোষণ সম্ভব হয় । গামা রশ্মির এ জাতীয় প্রতিক্ষেপবিহীন বিকিরণ এবং অণুনীয় শোষণকে মাসবাউর ক্রিয়া বলে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ