Call

ফেসবুক আইডির নাম্বার ও পাসওয়ার্ড উভয়ই ভুলে গেলে আইডির নাম দিয়ে সার্চ করে আইডি টি উদ্ধার করা সম্ভব।


প্রথমত: facebook.com/forgotten password এ ক্লিক করুন।


দ্বিতীয়ত: যদি আইডির নাম্বার অথবা ইমেইল স্মরণে থাকে তাহলে নাম্বার অথবা ইমেইল দিয়ে সার্চ করতে হবে। এবং নাম্বার অথবা ইমেইলে প্রেরণকৃত OTP (one time password) এর মাধ্যমে একাউন্ট রিকভার করা যাবে। এবং পাসওয়ার্ড চেঞ্জ করে আইডিটি পুনরায় ব্যবহার করা যাবে।


তৃতীয়তঃ যদি নাম্বার পাসওয়ার্ড অথবা ইমেইল কোন টি স্মরণে না থাকে তাহলে ফেসবুক আইডি তে ব্যবহৃত আপনার নাম দিয়ে সার্চ করুন। প্রফাইল পিকচার দেখে সনাক্ত করুন। এরপর আইডি তে ব্যবহৃত ফোন নাম্বার অথবা ইমেইল ব্যবহার করে আইডিটি পুনরুদ্ধার করতে পারবেন। ধন্যবাদ


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ