শেয়ার করুন বন্ধুর সাথে
Call

 সুগঠিত কেন্দ্রিকা না থাকায় ব্যাকটেরিয়াকে আদি কোষ বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ব্যাকটেরিয়ার কোষে থাকা নিউক্লিয়াসটি আদি প্রকৃতির বা সুগঠিত নয়। এতে কোনো নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওপ্লাজম, এমনকি নিউক্লিওলাস পর্যন্ত নেই। শুধু ৭০s রাইবোজম ও একটি বৃত্তাকার DNA যুক্ত ক্রোমোজোম আছে, যা কোষের ভেতর মুক্তভাবে ঘুরে বেড়ায়। আবার, এই ক্রোমোজোমে হিস্টোন নামক প্রোটিন না থাকায় একে সত্যিকারের ক্রোমোজোমও ঠিক বলা যায় না। অন্যদিকে এর রাইবোজোম ছাড়া আর কোনো কোষীয় অঙ্গাণুই নেই। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড— এগুলোর কোনো চিহ্নই নেই ব্যাকটেরিয়া কোষে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরও উন্নত জীবের মত নয়, এতে মিউমেরিক, টিকোয়িক এসিড থাকে যা উন্নত উদ্ভিদ কোষে থাকেনা। অর্থাৎ ব্যাকটেরিয়া কোষ আর কোনো মানুষের কোষকে যদি পাশাপাশি দেখেন, তবে দেখবেন মানুষের কোষের তুলনায় ব্যাকটেরিয়া কোষে তেমন কিছুই নেই। সোজা ভাষায় বললে ব্যাকটেরিয়া হচ্ছে পুরনো মডেলের কোষ যাতে অনেক ফিচারই অনুপস্থিত। এজন্যই একে আদি কোষ বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ