শেয়ার করুন বন্ধুর সাথে

দোস্ত মানে

দোস্ত [ dōsta ] বি. বন্ধু।;[ফা. দোস্ত্]।;দোস্তি বি. বন্ধুত্ব (দোস্তি করা, দোস্তি পাতানো)।;[দোস্‌তো] (বিশেষ্য) বন্ধু; মিত্র; সুহৃদ (কি কারণে দোস্ত মোর হইল বিকল-হেয়াত মাহমুদ)। দোস্ত-আশনা (বিশেষ্য) বন্ধু ও আপনজন (তারপর জিজ্ঞেস করলেন, কাবুল শহরে দোস্ত আশনা নেই-সৈয়দ মুজতবা আলী)। দোস্তদার (বিশেষ্য) বন্ধু, ইয়ার, সখা ইত্যাদি (যত কেহ দোস্তদার খুশী চামি সবাকার-সৈয়দ হামজা)। দোস্তি, দুস্তি (বিশেষ্য) বন্ধুত্ব; সখ্য। যত দুস্তি তত কুস্তি-অতিরিক্ত মাখামাখির ফল শত্রুতা। {(ফারসি) দোস্‌ত্‌};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ