শেয়ার করুন বন্ধুর সাথে

তালব্য মানে

তালব্য [ tālabya ] বিণ. ১. তালু থেকে উচ্চারিত (তালব্য ধ্বনি); ২. তালুসম্বন্ধীয়।;[সং. তালু + য]।;তালব্য বর্ণ – তালু থেকে উচ্চারিত ধ্বনির প্রতীক বর্ণ অর্থাত্ ই, ঈ, এ, চ, ছ, জ, ঝ, ঞ, য়, শ।;[তালোব্‌বো] (বিশেষণ) ১ তালু থেকে উচ্চারিত; তালুর সাহায্যে যে বর্ণ উচ্চারিত হয়। ২ তালু-সংক্রান্ত। তালব্যবর্ণ (বিশেষ্য) তালু থেকে উচ্চারিত বর্ণ অর্থাৎ ই, ঈ, চ-বর্গ, য, শ। {(তৎসম বা সংস্কৃত) তালু+য(যৎ)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ