শেয়ার করুন বন্ধুর সাথে

নাদা ২, নান্দ (মধ্যযুগীয় বাংল া) নান্দা অর্থ

[নাদা, নান্‌দো, নান্‌দা] (বিশেষ্য) ১ বড় জ্বালা; গামলা; বিরাট পাত্রবিশেষ (এক বৃহৎকায় বৃষ আসিয়া কলুর বলদের সেই খোল বিচালি পরিপূর্ণ নাদায় মুখ দিয়া জাবনা খাইতেছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ পেট মোটা ফাঁদালো মুখ পুরু কলস (নান্দে নান্দে মদ্যপান গঙ্গার গভরে-বৃন্দাবন দাস)। নাদাপেটা (বিশেষ্য), (বিশেষণ) যার পেট জালার মতো; বিশ্রীভাবে পেটমোটা। নাদাপেটী (স্ত্রীলিঙ্গ)। নাদাপেটা হাঁদারাম (বিশেষ্য) যেমন মোটা পেট তেমন মোটা বুদ্ধি; কিম্ভূতকিমাকার। {(তৎসম বা সংস্কৃত) নন্দা>};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ