আমি একজন web developer আর একজন penetration tester. সারাদিন কম্পিউটার এর সামনে বসে থাকি (জানি depression আর unsociality আছে আমার মাঝে) কিন্তু 4 বছর depression আর সামাজিক communication balance করতে পেরেছি.

কিন্তু কিছুদিন lokkho করছি আমি কোনো decision নিয়ে stable থাকতে পারছি না.
যেমন একবার vabi gaming করবো সকালে উঠে আবার gaming করে সময় নষ্ট করে কি লাভ, বলি web development এই আরো Professional হবো.
(একজন মেয়েকে পছন্দ করি) আবার তারপর দিন vabi তার সাথে relation continue করবো.
আবার মনে হয় একটা বাইরের মেয়ের জন্য carrer e impact হতে পারে.
 হ্যাকিং এই মনোযোগ দেই..... আবার ডিসিশন change হয়ে যায় তারপর দিন.


eivabe কিছুই হচ্ছে না
age= 20

কোনো মাদক নেই না.কিন্তু সারাদিন বাসায় থাকার কারণে মাঝে মাঝে depressed থাকি.
হাসি খুশি থাকতে বেশি পছন্দ করি
otirotkto depressed (আমাকে দিয়ে কিচ্ছু হবে না) এমন মনে হলে একটু আধটু উল্টা পাল্টা করি...... অন্য সব ছেলেরা যেমন করে আর কি : (


Share with your friends
Call

আপনি একটা কাজ করেন ভাই নিজের মনের কথা শুনবেন না কারন বলি  ,, ইবলিশ শয়তান আল্লাহ কাছে বলেছিল আমাকে মানুষের মনের ওপর আয়ত্ত করার শক্তি দাও,,, তাহলে বোঝা যায় মনের ওপর ইবলিসের বাস,, এটার ওপর অনেক বড় ঘটনা রয়েছে,, আপনি তাহলে কি করবেন আপনি আপনার brain এবং নিজের কাজে নিজেকে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ উত্তর পাবেন,, ধন্যবাদ, মারুফ

Talk Doctor Online in Bissoy App