Call

Oracle কে ডাটাবেজ language বলা হয়। 

Talk Doctor Online in Bissoy App

২১ এপ্রিল ২০২০

মহাব্যবস্থাপক

পারসােন্যাল ডিভিশন

জনতা ব্যাংক

প্রধান কার্যালয়

মতিঝিল, ঢাকা - ১০০০

বিষয়ঃ হিসাবরক্ষণ কর্মকর্তা পদে নিয়ােগ লাভের নিমিত্তে আবেদন ।                                                     

 

জনাব,

গত ২১ এপ্রিল ২০২০ তারিখের “ দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম জনতা ব্যাংকে কতিপয় সংখ্যক উৎসাহী ও সম্ভাবনাময়তিক যুবককে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে নিয়ােগ করা হবে। আমি উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থী। আপনার সুবিবেচনার জন্য আমার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিম্নে তুলে ধরলাম। 

১ .নাম                ঃ মোঃ মোক্তার হোসেন ছোটন

 ২. পিতার নাম        ঃ মোঃ নছির উদ্দিন

 ৩. জন্ম তারিখ        ঃ ১৯/০৩/১৯৯৫

 ৪. জাতীয়তা          ঃ বাংলাদেশী ( জন্মগতভাবে ) ।

৫.ঠিকানা              ঃ ক ) বর্তমান ঠিকানাঃ শালবন মিস্ত্রিপাড়া, রংপুর সদর                                                                   খ )স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ চৌধুরাণী, ডাকঃ চৌধুরাণী, থানাঃ পীরগাছা, জেলাঃ রংপুর।                                                     

৬.  ভাষাজ্ঞান          ঃ বাংলা ও ইংরেজী লিখতে , পড়তে ও বলতে পারি এবং আরবি পড়তে পারি ।

 ৭. শখ                ঃ বক্তিতা করা, বিতর্ক, ফুটবল খেলা, বই পড়া প্রবন্ধ ইত্যাদি ।

 ৮. শিক্ষাগত যােগ্যতাঃ

পরিক্ষার নামবোর্ডপাশের সনপ্রাপ্ত বিভাগ/জিপিএমন্তব্য
মাধ্যমিক (বানিজ্য)দিনাজপুর২০০৬প্রথম বিভাগ_____
উচ্চ মাধ্যমিকদিনাজপুর২০০৮প্রথম বিভাগ_____
বিবিএ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়২০১১৩.00_____
     

৯. বিশেষ প্রশিক্ষণ          ঃ বেসিক ব্যাংকের অধিনে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার দক্ষতার বনামক প্রকল্পে দীর্ঘ ৬                                              মাস শিক্ষানবীশ হিসেবে কাজ করেছি ।

 ১০. জীবনের লক্ষ্য          ঃ ব্যাংকিং পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করা ।

আমি আশা করি উপরােক্ত তথ্যগুলাে সহানুভূতির সাথে বিচার - বিবেচনান্তে আপনার ব্যাংকের একজন হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে নিয়ােগ করে আপনার প্রতিষ্ঠানকে সেবা প্রদানসহ ব্যাংকিং ক্ষেত্রে আমাকে প্রতিষ্ঠিত ও যােগ্যতা প্রমাণে সাহায্য করবেন ।

 আপনার বিশ্বস্ত

(মোক্তার হোসেন ছোটন )

 

 ক্রোড়পত্রঃ

 ক.মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিবিএ পরীক্ষা পাসের সত্যায়িত সনদপত্রের ৩ কপি।

 খ. দুই কপি ছবি।

 গ. অন্যান্য প্রশংসাপত্রের ফটোকপি সহ।
 

 

Talk Doctor Online in Bissoy App