শেয়ার করুন বন্ধুর সাথে

বিশ্বের সবচেয়ে ভয়ংকর সাগর, দক্ষিণের সাগর অ্যান্টার্কটিক! সাগরের এক পাশে রয়েছে চির বরফের রাজ্য অ্যান্টার্টিকা এবংএর তিন পাশে রয়েছে তিনটি মহাসাগর। আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, আর ভারত সাগর। যেখানে এক হয়েছে সেই ঝঙ্গাবিক্ষুব্ধ উত্তাল এলাকায় অ্যান্টার্কটিক সাগর। আর এখানে দেখতে পাওয়া যায় সাগরের সবচেয়ে উঁচু উঁচু ঢেউ আর প্রচন্ড বাতাস। যে কারণে জাহাজ চলাচল করা এই সাগরে অনেক ঝুঁকিপূর্ণ ব্যাপার। এরপর রয়েছে সাগরের ভয়ঙ্কর কিছু প্রাণী। এখানে মানুষের জন্য বিপদজনক বেশ কিছু প্রাণী দেখা যায়। আর সবচেয়ে ভীতিকর যে বিষয়টি তা হল, এখানকার মারাত্মক ঠান্ডা । সব সময় হিমাঙ্কের নিচে ঠান্ডা থাকে এ সাগরে। যে কারণে আপনি ভয়ঙ্কর বা বড় বড় ঢেউ এবং সামুদ্রিক ভয়ংকর প্রাণী থেকে বেঁচে গেলেও ঠান্ডা থেকে বাঁচার কোন উপায় নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ