মাসিক সমস্যা
শেয়ার করুন বন্ধুর সাথে

মাসিক যে কোন কারনে এক মাসে একাধিক বারা, বা ২/৩ মাস পর পর হতে পারে। এটা অস্বাভাবিক একটা ব্যাপার।

এর কয়েকটি কারন হলোঃ 

মানসিক বিষন্নতা, 

শারীরিক দূর্বলতা, 

যৌনরোগ। 

আর স্বাভাবিক ভাবে শরীরে আয়রন এর প্রাচুর্যতা থাকলে এক মাসে একাধিক বার মাসিক হতে পারে। 

একই সমস্যা যদি ২য় মাসেও হয় তাহলে সময় নষ্ট না করে ডাক্তারের গাইনি পরামর্শ নিন।

তবে এগুলো ভয়ের কিছু নেই। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ