আমরা দুই ভাই দুই বোন এবং মা বাবার মৃত্যুর পর পর ওয়ারিশ সূত্রে সাড়ে 10 শতাংশ জায়গার মালিক। আমাদের না জানিয়ে আমার মা তার ভাগের অংশ ছোট বোনের ছেলেকে হেবা করে লিখে দেন এবং ছোট বোন ও তার ভাগের অংশ তার ছেলেকে লিখে দেন (দলিল করে বিক্রির)। এখন আমরা দুই ভাই একসাথে এই সম্পতি কিভাবে ফেরত নিতে পারি?আমরা উচিত মূল্য দিতে চাই?পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব ধন্যবাদ সবাইকে।


শেয়ার করুন বন্ধুর সাথে