রাসূল (ছাঃ) মধু পান করতে পছন্দ করতেন (বুখারী হা/৫২৬৮)।  আনাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) প্রায়ই মধু পান করতেন (মুসলিম হা/২০০৮; মিশকাত হা/৪২৮৬)।  তিনি তার স্ত্রীগণের নিকটে গেলে মধু পান করতেন (বুখারী হা/৫২৬৮)।  তিনি ছাহাবীগণকে মধু পানের মাধ্যমে চিকিৎসা নিতে উৎসাহিত করতেন (বুখারী হা/৫৬৮০; মিশকাত হা/৪৫১৬)।  তবে নির্দিষ্টভাবে প্রতিদিন সকালে মধু পান করতেন মর্মে ফাৎহুল বারী ও যাদুল মা‘আদে সনদ বিহীন একটি হাদীছ বর্ণিত হয়েছে, যা গ্রহণযোগ্য নয় (ফাৎহুল বারী ৯/৫৫৭; উমদাতুল কারী ২১/২৩২; যাদুল মা‘আদ ৪/২০৫)। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ