শেয়ার করুন বন্ধুর সাথে

কোষের প্রোটোপ্লাস্ট হতে নির্জীব অংশকে বাদ দিলে যে অবশিষ্ট জেলির ন্যায় বর্ণ ও গন্ধহীন, কলয়েডধর্মী, দানাদার এবং ঈষৎ স্বচ্ছ অংশটি থাকে তার নামই হলো প্রোটোপ্লাজম(Protoplasm)| প্রোটোপ্লাজম হল কোষের অর্ধতরল জীবন্ত বস্তু (protoplasm is the semi-liquid living material of the cell) প্রোটোপ্লাজম (Protoplasm) তিনটি অংশের সমন্বয়ে গঠিত| যথা: 1) কোষঝিল্লি (Cell membrane) 2) সাইটোপ্লাজম (Cytoplasm) 3) নিউক্লিয়াস (Nucleus) প্রোটোপ্লাজম(Protoplasm)- এ 70-90%পানি থাকে এবং এতে উপস্থিত জৈব পদার্থের মধ্যে 45% হলো প্রোটিন। প্রোটোপ্লাজম (Protoplasm)বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ