শেয়ার করুন বন্ধুর সাথে

ধাতব পরমাণু নিম্ন আয়নিকরণ শক্তির কারণে এদের যোজ্যতাস্তরের ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। অপরদিকে ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেক্টন গ্রহণ করে উচ্চ ইলেকট্রন আসক্তি বিশিষ্ট অধাতব পরমাণু অ্যানায়নে পরিণত হয়।এভাবে সৃষ্ট ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে আয়নিক যৌগ গঠন করে।আয়নিক বন্ধন গঠন করার জন্য যেহেতু ক্যাটায়ন ও অ্যানায়ন অত্যাবশ্যক, সুতরাং কেবল ধাতু ও অধাতুর মধ্যেই আয়নিক বন্ধন সম্ভব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ