নিউটনের ২য় সূত্র থেকে আমরা জানি, F=ma=m(v-ut) বা m(v-u)=Ft এখন যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয়, অর্থা F = 0 হয়, তবে, m(v- u)=0 বা v-u=0 [.:m≠0] ∴v=u সুতরাং বাইরে থেকে বস্তুর ওপর কোনো বল প্রযুক্ত না হলে, বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ