শেয়ার করুন বন্ধুর সাথে

Ram, Rom , Battery, SD card ভাল রাখতে ফোনটা চালু রাখাই যথেষ্ট বলে মনে করি। নেট কাভারেজ সবখানে ও সবসময় একই থাকে না। যখন সিগন্যাল দুর্বল পাবে ফোন তখন ভাল সিগন্যাল অর্জন করতে বেশি ব্যাটারি পাওয়ার খরচ করবে এতে ব্যাটারি পাওয়ার দ্রুত কমে আসবে আর ফোন গরম হবে, আর এভাবে আপনি নিয়মিত ফোন গরম হওয়ার সুযোগ দিলে ব্যাটারি ও ফোন দুইটারই আয়ু কমে আসবে। যদি খেয়াল করে থাকেন তবে দেখবেন যে, গরমকালে ফোনে চার্জ দ্রুত শেষ হয় আর শীতকালে একটু ধীরে চার্জ শেষ হতে থাকে (অবশ্যই সেই তাপমাত্রা ফোনের অপারেটিং তাপমাত্রার চেয়ে নিচে না থাকলে)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ