শেয়ার করুন বন্ধুর সাথে

বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা হলো- বর্তমান সময়ে জনপ্রিয় ব্যবসাগুলোর মধ্যে অনলাইন স্টোর অন্যতম একটা ব্যবসা। অল্প পুঁজি নিয়ে কেউ যদি ব্যবসা শুরু করতে অনলাইন স্টোর ব্যবসা আইডিয়া চায় তাইলে, এর চেয়ে ভালো অপশন আর হবে নাহ। এর জন্য সবার প্রথমে আপনাকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে একটা অনলাইন স্টোর বিল্ড করতে হবে। যেটাকে আমরা ফেসবুক পেজ বা অন্য স্যোশাল মিডিয়ার ক্ষেত্রে নাম ভিন্ন হতে পারে। পেজের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট টার্গেট কাস্টমারের নিকট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে পারবেন। পেইমেন্টাও অনলাইনের মাধ্যমে পাওয়ার ব্যবস্থা করতে হবে। চাইলে আপনি নিজেই প্রোডাক্ট কিনে সেই স্টোরে রাখতে পারেন অথবা অন্য কোন কোম্পানির প্রোডাক্ট সেই স্টোরে রেখে বিক্রি করে দিতে পারেন। এর বিনিময়ে সেই কোম্পানি আপনাকে একটা নিদির্ষ্ট পরিমান কমিশন দিবে। ব্যবসা বড় হলে আপনি একটি ইকমার্স ওয়েবসাইট খুলে নিতে পারেন। ই-কমার্স ওয়েবসাইট খুলার সুবিধা অনেক। এরমধ্যে অন্যতম সুবিধা হল:  ☛কাস্টমারের আস্থা লাভ করা যায়।  ☛একসাথে সকল পণ্য কাস্টমারের খুঁজে পায়।  ☛নিজস্ব ব্রান্ড ভ্যালু।  ☛কাস্টমার ধরে রাখার সুবিধা।  ☛টার্গেট অডিয়েন্সের কাছে বুস্ট করা যায়।  ☛ভবিষ্যতে বিক্রি করে দেয়ার সুবিধা।  অর্থাৎ, আপনি চাইলে আপনার ওয়েবসাইট যেকোন সময় ভাল দামে বিক্রি করে দিতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ