শেয়ার করুন বন্ধুর সাথে

মাসিক ডেট মিস হবার কমপক্ষে ১৫ দিন পর প্রেগন্যানসি টেস্ট করতে হয়৷ এর থেকে যত পরে টেস্ট করবেন তত পরিস্কার রেজাল্ট পাবেন৷  শেষবার মাসিক যদি ২৫ তারিখে হয় তাহলে পরের মাসের ২৬ তারিখ থেকে ১৫ দিন গণনা করতে হবে৷ তারপর সকাল বেলার প্রশ্রাব নিয়ে কিট দিয়ে টেস্ট করবেন৷ কিটে যদি দুই দাগ ভেসে উঠে তাহলে গর্ভবতী আর এক দাগ ভাসলে গর্ভবতী নয়৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ