ইন্টারনেট বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি তাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটি একটি বিশেষ পরিসেবা।  এখানে “ক্লাউড” বলতে দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভার কম্পিউটারকে বোঝানো হয়।  ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করার কারণ-  * অপারেটিং খরচ তুলনামূলক কম থাকে,  * নিজস্ব হার্ডওয়্যার বা সফটওয়্যারের প্রয়োজন হয় না,  * যেকোনো স্থান থেকে যেকোনো সময়ে সার্বক্ষণিক ব্যবহার করা যায়৷   এসকল কারণে নিরাপদ ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং উত্তম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ