শেয়ার করুন বন্ধুর সাথে

ক্রিকেট খেলা ইসলামে হারাম নয়। তবে এ কথা আমাদের খেয়াল রাখতে হবে যে খেলার সঙ্গে অনেক সময় এমন আনুষঙ্গিক বিষয় যোগ হয়ে যায়, যে বিষয়ের কারণে খেলাটা আপনি দেখতেও পারবেন না বা খেলতেও পারবেন না। এ ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো, খেলাটা কীভাবে হচ্ছে, অর্থাৎ তার পদ্ধতিটা কী। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর সে কারণে দেখা যাচ্ছে যে অনেকটা হারাম কিন্তু খেলার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। এখন আমি হারাম না বললেও আরেক ভাই এসে পরে আমাকে এ কথা বলতে পারেন যে, হারাম না, এ কথা বললেন কেন? সে জন্য বলতে চাই, এ খেলার সঙ্গে কোনোভাবে হারাম যুক্ত হয়ে গেলে খেলাটাও হারাম হয়ে যেতে পারে। আর হারাম কিছু যুক্ত না হলে তা দেখা বা খেলা হারাম হবে না। আর ক্রিকেট খেলার সঙ্গে অনেক বিষয় এসে যায়। সে ক্ষেত্রে নামাজের কী অবস্থা হবে বা অন্যান্য বিষয়ের কী অবস্থা হবে, তা-ও বিবেচ্য বিষয়। তাই এ ক্ষেত্রে অনেক সচেতনতার জরুরি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ