শেয়ার করুন বন্ধুর সাথে

বিছা পোকা ও ঘোড়া পোকার আক্রমণ রোধ করতে পোকার ডিমের গাদা, পাতার নিচ থেকে পোকা সংগ্রহ করে মেরে বা পুড়িয়ে ফেলতে হবে। জমিতে ডালপালা পুতে দিতে হবে, যাতে শালিক, ফিঙ্গেসহ অন্যান্য পাখি পোকা খেতে পারে। শেষের পদ্ধতিতে দারুন উপকার পাওয়া সম্ভব।   এছাড়া আক্রমণ বেশি হলে অনুমোদিত কীটনাশক সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ