তড়িতের সিস্টেম লস বিদ্যুৎ কেন্দ্রে শক্তি নিম্ন ভোল্টেজে উৎপাদন করা হয়। পরে এই ভোল্টেজকে স্টেপ আপ ট্রান্সফর্মার - এর সাহায্যে উচ্চভোল্টেজ রূপান্তর করা হয়। এর ফলে তড়িৎপ্রবাহের মান কমে যায় কিন্তু ক্ষমতা একই থাকে। যে সকল পরিবাহী তার দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাদের অভ্যন্তরীণ রোধের জন্য তড়িৎশক্তির একটা অংশ ব্যয় হয়। তড়িৎপ্রবাহের মান যত বেশি হবে শক্তির লস বা ক্ষয় তত বেশি হবে। । তাই সঞ্চালন লাইনের ভোল্টেজকে বৃদ্ধি করে সিস্টেম লস কমানো হয়। লোডশেডিং বিদ্যুৎ সরবরাহের তুলনায় চাহিদা বেশি হলে কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয় ।বিদ্যুৎ উৎপাদন উপকেন্দ্র দ্বারা লোডশেডিং চালিত হয়।লোডশেডিং চক্রাকারে বিভিন্ন এলাকায় হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ