শেয়ার করুন বন্ধুর সাথে

যে তাপমাত্রা ও চাপে কোনও বস্তু একইসাথে বাষ্পীয়, তরল এবং কঠিন অবস্থায় বিরাজ করতে পারে তাকে ওই বস্তুর ত্রৈধ বিন্দু বলে। অথবা 4.58 mmhg চাপে এবং 273.16 K তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, বশুদ্ধ পানি এবং সম্পৃক্ত জলীয় বাষ্প একই তাপীয় সাম্যাবস্তায় থাকতে পারে।আর ঐ চাপ ও তাপমাত্রাকে পানির ত্রৈধ বিন্দু বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ