শেয়ার করুন বন্ধুর সাথে

যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয় সেই পৃষ্ঠটিতে যত সম্ভব মসৃণ করা।মসৃণ পৃষ্ঠটিতে ঘর্ষণ কম।তেল মবিল বা গ্রিজ জাতীয় পদার্থ হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিকেন্ট।দুটি তলের মাঝখানে লুব্রিকেন্ট থাকলে ঘর্ষণ অনেকখানি কমে যায়।গাড়ি,বিমান এ ধরনের দ্রুতগামী যানবাহনের ডিজাইন এমনভাবে করা হয় যেন বাতাসে ঘর্ষণ তৈরি না করে।এভাবে আমরা ঘর্ষণ কমাতে পারি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ