শেয়ার করুন বন্ধুর সাথে

নিচে টেনডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো— লিগামেন্ট  শ্বেততন্তু এবং পীততন্তুর এই দুই ধরনের ইলাস্টিক তন্তু দিয়ে গঠিত। এদের তন্তুগুলো গুচ্ছাকারে না থেকে আলাদাভাবে অবস্থান করে।  এদের স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে বেশি।  হাড়কে আটকে রাখার কাজে সাহায্য করে। টেনডন ঘন, শ্বেত তন্তুময় যোজক টিস্যু দিয়ে টেনডন গঠিত। এরা গুচ্ছাকারে এবং পরস্পর সমান্তরালভাবে বিন্যাস্ত থাকে।  টেনডনের স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে বেশ কম। দেহ কাঠামো গঠন ও দৃঢ়তা দানে সাহায্য করা, অস্থিবন্ধনী গঠনে সাহায্য করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ