শেয়ার করুন বন্ধুর সাথে

পঞ্চম প্রজন্মের কম্পিউটার চতুর্থ প্রজন্মের কম্পিউটার হতে অধিক শক্তিশালী। Super VLSI ( Very Large Scale Integration) চিপ ও অপটিক্যাল ফাইবার এর সমন্বয়ে এ প্রজন্মের কম্পিউটার তৈরি ।এ ধরনের কম্পিউটারে অত্যন্ত শক্তিশালী মাইক্রোপ্রসেসর ও প্রচুর পরিমাণ ডাটা ধারণ ক্ষমতা সম্পন্ন করার গবেষণা চলছে ।বর্তমানে চতুর্থ প্রজন্মের কম্পিউটার ছাড়াও পঞ্চম প্রজন্মের কম্পিউটার ব্যবহার করা হয় ।পঞ্চম প্রজন্মের কম্পিউটারের মানুষের কণ্ঠস্বর সনাক্ত করার ক্ষমতা ও কন্ঠে পঞ্চম প্রজন্মের কম্পিউটার (Fifth Generation Computer) নির্দেশ বুঝতে পেরে কাজ করার ক্ষমতা থাকবে। পঞ্চম প্রজন্মের কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থারউন্নতি সাধিত হয়েছে। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য (i)কৃত্রিম বুদ্ধি সম্পন্ন থাকবে; (ii) তথ্য ধারণ ক্ষমতার ব্যাপক উন্নতি; (iii)অধিক সমৃদ্ধশালী মাইক্রোপ্রসেসর; (iv)স্বয়ংক্রিয় অনুবাদ গ্রহণযোগ্য শব্দ দিয়ে কম্পিউটারের সাথে সংযোগ; (v)বিপুল শক্তি সম্পন্ন সুপার কম্পিউটারের উন্নয়ন; (vi)চৌম্বক কোন স্মৃতির ব্যবহার; (vii)প্রোগ্রাম সামগ্রীর উন্নতি ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ