নদীতে বাঁধ নির্মাণের সময় বাঁধের উপরের অংশ অপেক্ষা নিচের অংশ চওড়া রাখা হয় কারণঃ আমরা জানি তরলের চাপ গভীরতার উপর নির্ভর করে অর্থাৎ গভীরতা যত বৃদ্ধি পায়, চাপ ও তত বাড়ে। এর ফলস্বরূপ বাঁধের উপরের অংশের তুলনায় নিচের অংশে জল বেশি পার্শ্বচাপ প্রদান করে। জলের এই চাপ যাতে বাঁধ সহ্য করতে পারে তার জন্য নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ