শেয়ার করুন বন্ধুর সাথে

জুতোর তলায় খাজকাটা থাকে কেননা এতে জুতো ও রাস্তার মাঝে ফ্রিকশন বা ঘর্ষণ উৎপন্ন হয়৷ জুতোর এই খাজকাটা বৈশিষ্ট্য ব্যতিত হাটাচলা করলে অনেক স্থানে পিছলে যাবার সম্ভাবনা থাকতে পারে৷ জুতোর তল যদি মসৃণ হতো, তাহলে পিচ্ছিল মেঝেতে খুব কম ফ্রিকশন তৈরী হতো। ফলে আপনি হাটার সময় পা পিছলে পড়ে যেতেন।