১৯২৪ সালে, জাপানের প্রথম রোবট, গাকুটেনসোকু, জীববিজ্ঞানী মেকোতো দ্বারা ডিজাইন ও নির্মাণ করেন। এবং বিংশ শতাব্দীতেই সর্বপ্রথম কম্পিউটার ব্রেনকে কাজে লাগিয়ে রোবট তৈরি করার পরিকল্পনা করেন কম্পিউটার বিজ্ঞানীরা।বিশ্বের প্রথম প্রোগ্রামেবল রোবট হচ্ছে ইউনিমেট। ১৯৫৪ সালে পৃথিবীর প্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন জর্জ ডেভল। তিনি এর নাম দেন ইউনিমেট। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ