শেয়ার করুন বন্ধুর সাথে

শীষ (আঃ) একজন রাসূল ছিলেন। তিনি আদমের (আঃ) সন্তানেরদের মধ্যে সবচেয়ে পরহেজগার ছিলেন। তার উপর ৫০টি সহিফা বা পুস্তিকা অবতারণ করা হয়েছিল। ঘটনাটা হচ্ছে, একদিন হযরত আদম (আঃ) জান্নাতী ফল খাওয়ার ইচ্ছা পোষণ করলেন কিন্তু তিনি যেহেতু ইতিপূর্বে আল্লাহর অবাধ্য ছিলেন তাই নিজে আল্লাহর কাছে সেই ফল প্রার্থনা করতে পারছিলেন না৷ এজন্য তিনি শীষকে (আঃ) পাঠান৷ তখন আল্লাহ শীষের (আঃ) জন্য স্ত্রী হিসেবে জান্নাতের একজন হুরও ফলগুলোর সাথে পাঠিয়ে দেন। কারণ আদমের (আঃ) সকল সন্তান জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করলেও শীষ (আঃ) বিজোড় অর্থাৎ, একাই জন্মছিলেন। ঘটনাটার আদ্য কোন ভিত্তি আছে কিনা আমি বলতে পারছি না কারণ আমার হাতে কোন রেফারেন্স নেই৷ কারো কাছে রেফারেন্স থাকলে নিচে কমেন্টে জানানোর অনুরোধ করছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ