শেয়ার করুন বন্ধুর সাথে

শেবার রানী (হিব্রু ভাষায়: מלכת שבא; আরবি: ٱلْمَلِكَة بَلْقِيْس, প্রতিবর্ণী. আল-মালিকা বিলকিস) হিব্রু বাইবেলে বর্ণিত প্রথম ঐতিহাসিক চরিত্র। মূল কাহিনিতে, তিনি ইস্রায়েলের রাজা সলোমনের জন্য মূল্যবান উপহারের কাফেলা নিয়ে এসেছিলেন। এই কাহিনি সমগ্র ইহুদি, ইসলামি এবং ইথিওপিয় আলোচনায় অধিকভাবে পরিচিত, এবং প্রাচ্য অঞ্চলে কিংবদন্তিদের অন্যতম বিস্তৃত এবং উর্বর চক্রের বিষয় হয়ে উঠেছে। শেবার রানী, ১৫শ শতাব্দীর স্টাটস - উন ইউনিভার্সিটিসবিলিওথেক গোটিনজেন পাণ্ডুলিপি থেকে আধুনিক ইতিহাসবিদরা শেবাকে বর্তমান ইয়েমেনের শেবার দক্ষিণ আরবিয় রাজ্যের সাথে চিহ্নিত করেছেন। ঐতিহাসিকদের মধ্যে রানী শেবার অস্তিত্ব বিতর্কিত। শেবার রানী এবং সোলোমন, আনুমানিক ১২৮০ খ্রিস্টাব্দ, বর্তমান জার্মানির কোলোন ক্যাথেড্রালের জানালা সমোলনের সাথে শেবার রানীর সাক্ষাত ১৫৫৫ সালের দিকে, টিনটোরেটো, শেবার রানী সিরিয়: ܡܠܟܬ ܫܒܐ,[৫] Geez: ንግሥተ፡ሳባእ፡[৬]) জেরুসালেমে খুব মহান অনুচরবৃন্দ সহ, মশলা বহনকারী উট, এবং প্রচুর স্বর্ণ ও মূল্যবান পাথর নিয়ে (I Kings ১০:২) এসেছিলেন। মশালার এত প্রাচুর্য আর কখনও আসেনি (১০:১০; II Chron. ৯:১–৯) যেমনটা তিনি সলোমনকে দিয়েছিলেন। তিনি কঠোর প্রশ্নে তাকে (সলোমনকে) প্রমাণ করতে এসেছিলেন, সলোমন যার সন্তুষ্টিজনক জবাব দিয়েছিলেন। অতপর তিনি উপহারের বিনিময় শেষে নিজের দেশে ফিরে গেল। সূত্রঃ উইকিপিডিয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ