প্রথম কথা হল, তাদের ঐ বিক্রি এ্যাপারেন্টলি বৈধ নয়। একটা জমি বিক্রি তখনই বৈধ হয় যখন সেখানে প্রস্তাব-গ্রহণ, পণ মূল্য এবং সর্বোপরী বিক্রিত জমির দখল দেওয়া হয়। যেহেতু জমির দখল আপনাদের সুতরাং তাদের বেচা-বিক্রি পেপার ট্রান্সেকশন ব্যতীত আর কিছুই নয়।  দ্বিতীয় বিষয় হল, হাইকোর্ট পর্যন্ত আপনাদের রায় আছে ফলে জমির মালিকানার অনুমান আপনাদের পক্ষে। এখন প্রশ্ন আপনারা কি করবেন?  এর উত্তরে বলা যায় আপনার প্রশ্নের মধ্যেই এর উত্তর আছে। আপনার অনুমান তারা ঐ জমি অন্যত্র বিক্রি করেছে; অর্থাৎ আপনি শিওর না। শুধু অনুমানের উপর কোন আদালত থেকে আপনি কোন প্রতিকার পাবেন না। যদি কেউ জমির মালিকানা দাবী করতে আসে বা দখল চাইতে আসে তখন আপনি বা আপনারা আদালতের দারস্থ হতে পারবেন।  আর যদি জমি নিয়ে শান্তি ভঙ্গের আশংকা থাকে তাহলে এডিএম কোর্টে দ্রুত কিন্তু অস্থায়ী প্রতিকারের জন্য যেতে পারবেন। বা দেওয়ানী আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা (ইনজাংশনের) জন্য যেতে পারবেন। এছাড়া, তারা যদি জমি থেকে বেদখলের জন্য হুমকি দেয়-ভয়ভীতি দেয় তাহলে থানায় জি,ডি করে রাখতে পারবেন। তবে আবারো বলছি , আরো ভালো করে একটু খোঁজখবর নেন; অনুমানের উপর ভিত্তি করে কোন প্রতিকার আদালত থেকে আপনি পাবেন না। কোন লইয়ারের কাছে গেলে এখনই আপনাকে একটা মামলার কথা বলতে পারে কিন্তু এই অবস্থায় আপনার পক্ষ থেকে কোন মামলা করার প্রয়োজন নেই৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ