শেয়ার করুন বন্ধুর সাথে

বেশির ভাগ ক্ষেত্রে এর কারণ জানা সম্ভব হয়নি। তবে সাধারণত যে কারণগুলো চিহ্নিত করা হয়েছে, সেগুলো হলো প্রসবকালীন নবজাত শিশুর অসুবিধা বা জটিলতা, মস্কিষ্কের প্রদাহ, শরীরে ক্যালসিয়াম, ম্যাগনিসিয়াম ও পাইরডক্সিনের অভাব, মাদকদ্রব্য প্রত্যাহারজনিত কারণ, মস্তিষ্কে রক্ত চলাচলে গোলযোগজনিত ব্যাধি যাকে সংক্ষেপে সিভিডি বলে ইত্যাদি অন্যতম।

মানবদেহের সমস্ত কার্য পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের মাধ্যমে। কোনো কারণে মানবদেহের কার্য পরিচালনাকারী মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের উদ্দীপক ও নিবৃত্তিকারক অংশদ্বয়ের কার্যপ্রণালীর ভারসাম্য নষ্ট হয়ে গেলে মৃগীরোগের লক্ষণ দেখা দিতে পারে। মস্তিষ্কের অতি সংবেদনশীলতা ছাড়াও ব্রেন টিউমার, স্ট্রোক, মাথায় আঘাত ও রক্তপাত, রক্তশিরায় সমস্যা, ব্রেনের পুরনো ক্ষত, ইনফেকশন এবং মানসিক প্রতিবন্ধকতা থেকেও মৃগীরোগ দেখা দিতে পারে। মৃগীরোগের একটি বৈশিষ্ট্য হচ্ছে বারবার খিঁচুনি ও এর উপসর্গে আক্রান্ত হওয়া।