এমএমকিট কেবল জরায়ুতে থাকা বাচ্চা নষ্ট করতে পারে৷ জরায়ুর বাইরে যদি বাচ্চা থাকে তাহলে সেটা নষ্ট করতে পারবেন না৷ এজন্য এমএমকিট সেবন করার পূর্বেই আলট্রাসনোগ্রাফি করে বাচ্চার অবস্থান জানা বাধ্যতামূলক ৷ অনেকেই সেটা করেনা বলে এমএমকিট সেবন করার পর ঝামেলায় পড়ে যায়৷ আর দোষ দেয় ঔষধের, বলে এমএমকিট কাজ করেনি৷ হয়তো আপনার ক্ষেত্রেও তেমনটা ঘটেছে৷  তাই আলট্রাসনোগ্রাফি করে দেখুন ৷ তাহলে পরিস্কার বুঝতে পারবেন বাচ্চা পেটে আছে কিনা কিংবা গর্ভ নষ্ট হয়েছে কিনা ? তাছাড়া বোঝার কোন উপায় নেই৷ আর আলট্রাসনোগ্রাফি না করা পর্যন্ত কোন চিকিৎসাও নেই ৷ ধন্যবাদ প্রশ্ন করার জন্য৷

Talk Doctor Online in Bissoy App