Share with your friends

Mistake আর Error এর মধ্যে সুন্দর সূক্ষ্ম একটা পার্থক্য আছে! Mistake এর সোজা বাংলা অর্থ ভুল’ আর Error এর সোজা বাংলা অর্থ হলো ’ত্রুটি’ । অর্থগত দিক দিয়ে তেমন একটা পার্থক্য আমাদের চোখে পড়ে না! ইংরেজিতেও এরা একে অপরের সমার্থক হিসেবে ব্যবহৃত হয়। তবে Mistake বলতে সাধারণ ভাষায় যা বুঝায় তা হলো ভুল করে ভুল করে ফেলা! মানে আপনার ভুল করার কোনো ইচ্ছা ছিল না তবুও ভুলটা হয়ে গেছে! আপনার অজান্তেই! আমরা ইংরেজিতে একটা কথা বলি না যে Slip of tongue! ঐটাই! আর Error হলো যে আপনি কোনো একটি বিষয় সম্পর্কে জানেন না কিন্তু যখন সেই কাজটা করতে যান তখন স্বাভাবিক ভাবেই ভুল করে বসেন! এটাই হলো Error! এছাড়া ব্যাকরণিক ভুলকে, গাণিতিক ভুলকেও Error এর অন্তর্ভুক্ত করা হয়।

Talk Doctor Online in Bissoy App