শেয়ার করুন বন্ধুর সাথে

প্রশ্নোত্তর সাইট তৈরি করতে খরচ নির্ভর করবে আপনার উপর৷ যেমন : ডট কম ডোমেন ৮০০ - ৯০০ টাকা৷ এখন যদি কম দামের ডোমেন কিনেন তাহলে কম পড়বে ৷ যেমন ডট xyz ডোমেন মাত্র ৯৯ টাকা৷  এরপর আসি হোস্টিং কেনার উপর ৷ হোস্টিং বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে দেয়৷ আপনি ১ জিবি, ২ জিবি, ৫ জিবি, ১০ জিবি যেমন কিনবেন তেমন খরচ পড়বে৷ তবে সর্বনিম্ন মনে হয় ৭০০ টাকা৷  এরপর সাইট চালু করা বা স্ক্রিপ্ট রান করা৷ এটা আপনি নিজে করলে কোন খরচ নাই৷ আর অন্যদের দিয়ে করিয়ে নিলে ৫০০ - ১০০০ টাকা বা যে যেমন নেয়৷  এরপর আসি ডিজাইন নিয়ে ৷ আপনি নিজে সাজাতে পারলে ভালো৷ নাহলে টাকা দিয়ে করিয়ে নিতে হবে৷ সাধারণ কারো কাছে করিয়ে নিলে ১০০০ টাকায় হতে পারে৷ আর প্রোফেশনাল ডেভেলপার দিয়ে করাতে গেলে ৫ - ১০ হাজার টাকা লাগতে পারে৷  এখন আপনি যদি প্রিমিয়াম থিম ও প্লাগিন ব্যবহার করতে চান তাহলে সেজন্য আবার টাকা লাগবে৷  তাই আপনি এখন হিসেব করেন কত খরচ পড়তেছে? প্রশ্ন করার জন্য ধন্যবাদ ৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ