শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিজি টিকার পুরা নাম ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন যা দেওয়া হয় যক্ষ্মা রোগ প্রতিরোধ করার জন্যে। এটা শরীরে গিয়ে যক্ষ্মাকে প্রতিরোধ করার জন্যে এন্টিবডি তৈরী করে৷  ফলে একটি শিশু যক্ষ্মা থেকে রক্ষা পায়। এ টিকা টি দেওয়া হয় শিশুর জন্মের পর ৪২ দিনের মধ্যে। এ টিকা দেওয়া হয় বাম হাতের চামড়ার নিচে, যার ফলে বামহাতে স্কারচিহ্নের মতো গোল হয়ে ফোলে উঠে। এতে করে শিশুটি বেশি ব্যাথা পায় না, আর শরীরে জ্বরও আসে না। বিসিজি টিকার ডোজ মাত্র একটি। টিকা দেয়ার কয়েকমাসের মধ্যে টিকা দেয়ার জায়গাটি পেকে যায়, এরপর ফেটে যায়৷ যারফলে যক্ষ্মার জীবানুটি বের হয়ে যায়, ফলে শিশুটি যক্ষ্মা মুক্ত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ