শেয়ার করুন বন্ধুর সাথে

বিশ্বে সকল পরাশক্তি এবং বেশিরভাগ রাষ্ট্রই ২য় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং দুইটি বিপরীত সামরিক জোটের সৃষ্টি হয়; মিত্রশক্তি আর অক্ষশক্তি। এই মহাসময়কে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত যুদ্ধ বলে ধরা হয়, যাতে ৩০টি দেশের সব মিলিয়ে ১০ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অংশগ্রহনকারী দেশসমূহ নিচে দিলাম:    1.সোভিয়েত ইউনিয়ন 2.মার্কিন যুক্তরাষ্ট্র 3.যুক্তরাজ্য 4.চীন 5.তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র 6.পোল্যান্ড 7.গ্রিস 8.নেদারল্যান্ডস 9.বেলজিয়াম 10.ইয়ুগোস্লাভিয়া 11.দক্ষিণ আফ্রিকা 12.নিউজিল্যান্ড 13.নরওয়ে 14.চেকোস্লোভাকিয়া 15.ইথিওপিয়া 16.ব্রাজিল 17.ডেনমার্ক 18.লুক্সেমবুর্গ 19.কুবা 20.মেক্সিকো 21.ব্রিটিশ ভারত 22.কানাডা 23.অস্ট্রেলিয়া 24.ফিলিপাইন 25.মঙ্গোলিয়া 26.ফিনল্যান্ড৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ