শেয়ার করুন বন্ধুর সাথে

কিয়ামতের কিছু আলামত : পবিত্র কুরআনে উল্লেখ আছে  তারা কি তোমার পালনকর্তার কোনো নিদর্শন (কিয়ামতের আলামত) দেখার অপেক্ষায় আছে?- এ নিদর্শনের বিষয়ে কোরআনে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি। তবে হাদিস শরিফে এর কিছু বিবরণ ও ব্যাখ্যা পাওয়া যায়। যেমন- রাসুল (সা.) বলেছেন, পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এ নিদর্শন দেখার পর জগতের সব মানুষ ইমান আনতে শুরু করবে। এ সময় সম্পর্কেই কোরআনে বলা হয়েছে। তখনকার ইমান কারো জন্য ফলপ্রসূ হবে না। (বুখারি)।  অন্যত্র রাসুলুল্লাহ (সা.) বলেন, দশটি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত হবে না।  এক. পশ্চিম দিক থেকে সূর্যোদয়।  দুই. বিশেষ এক ধরনের ধোঁয়া।  তিন. দাব্বাতুল আরদ বা মাটি থেকে নির্গত এক বিশেষ ধরনের প্রাণী।  চার. ইয়াজুজ-মাজুজের আবির্ভাব।  পাঁচ. ঈসা (আ.)-এর অবতরণ।  ছয়. দাজ্জালের অভ্যুদয়।  সাত. আট. নয়. প্রাচ্য, পাশ্চাত্য ও আরব দ্বীপ- এ তিন জায়গায় মাটি ধসে যাওয়া।  দশ. আদন থেকে একটি আগুন বেরিয়ে মানুষকে সামনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া (মুসলিম শরিফ)।  অন্য এক হাদিসে এসেছে : পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পর পৃথিবী ১২০ বছর পর্যন্ত টিকে থাকবে। (রুহুল মাআনি)। (তাফসিরে মাআরেফুল কোরআন ও ইবনে কাছির অবলম্বনে)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ