যদি উদ্ভিদের শরিরে অভিস্রবণ ঘটে, প্রস্বেদন না ঘটে তবে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু পানি শোষণ করবে ৷ আর ছড়িয়ে দিবে৷  যখন গাছের পানির চাহিদা মিটে যাবে তখনও তারা এ কাজ করেই যাবে ৷  তাতে অতিরিক্ত পানি শোষনের ফলে জলবদ্ধতা হয়ে গাছটি মারা যাবে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ